উত্তর দিয়েছেন
ভাই চয়ন চৌধুরী Chayan Chowdhury

অনেকেই মনে করে, মন্দ কাজের জন্য আল্লাহ তায়ালা সহায়তা প্রদান করে এবং তাই তিনিই এসব কাজের জন্য দায়ী ৷ (নাউজুবিল্লাহ)
মূলত কোরআন, হাদীস পরিপূর্ণ ভাবে না পড়ার কারনে এই ধরনের ভুলের সৃষ্টি হয় ৷ কোরআনে আল্লাহ তায়ালা বারবার ভাল কাজ করার নির্দেশ দিয়েছেন এবং খারাপ কাজ করতে নিষেধ করেছেন ৷
আল্লাহ ‘ইরশাদ করেছেন:
﴿ وَلۡتَكُن مِّنكُمۡ أُمَّةٞ يَدۡعُونَ إِلَى ٱلۡخَيۡرِ وَيَأۡمُرُونَ بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَوۡنَ عَنِ ٱلۡمُنكَرِۚ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُفۡلِحُونَ ١٠٤ ﴾ [ال عمران: ١٠٤]
‘‘তোমাদের মধ্য হতে এমন একটি জাতি হওয়া উচিত যারা সকল ভাল তথা উত্তম বিষয়ের দিকে আহবান করবে, সৎকাজের আদেশ করবে এবং অসৎকাজ হতে নিষেধ করবে, আসলে তারাই হচ্ছে সফলকাম সম্প্রদায়।’’ (সূরা-আলে ইমরান:১০৪)
আল-কুরআনে ,সূরা লোকমানে রয়েছে সন্তানের প্রতি পিতার বিখ্যাত উপদেশ
يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ وَاصْبِرْ عَلَى مَا أَصَابَكَ إِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ
হে আমার প্রিয় বৎস, সালাত কায়েম কর, সৎকাজের আদেশ দাও, অসৎকাজে নিষেধ কর এবং তোমার ওপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধর। নিশ্চয় এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। (সূরা লুকমান-১৭)
সূরা আল আরাফ এ আল্লাহ বলেন-
﴿يَأۡمُرُهُم بِٱلۡمَعۡرُوفِ وَيَنۡهَىٰهُمۡ عَنِ ٱلۡمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ ٱلطَّيِّبَٰتِ وَيُحَرِّمُ عَلَيۡهِمُ ٱلۡخَبَٰٓئِثَ وَيَضَعُ عَنۡهُمۡ إِصۡرَهُمۡ وَٱلۡأَغۡلَٰلَ ٱلَّتِي كَانَتۡ عَلَيۡهِمۡۚ﴾ [الاعراف: ١٥٧]
‘‘তিনি সৎকাজের আদেশ করেন এবং অসৎকাজ হতে নিষেধ করেন। মানবজাতির জন্য সকল উত্তম ও পবিত্র জিনিসগুলো বৈধ করেন এবং খারাপ বিষয়গুলো হারাম করেন।’ (সূরা আল আরাফ 157 )
এসব আয়াত হতে আমরা দেখছি আল্লাহ তায়ালা ভাল কাজের নির্দেশ প্রদান করছেন এবং প্রশংসা করছেন ৷
এমন অনেক লোকই রয়েছে যারা সৎ পথে চলার আদেশ বা উপদেশ দেন কিন্তু নিজে সৎ পথে চলেন না , তাদের কে আল্লাহ বলেন
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ (2
মুমিনগণ! তোমরা যা কর না, তা কেন বল?
كَبُرَ مَقْتًا عِندَ اللَّهِ أَن تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ (3
তোমরা যা কর না, তা বলা আল্লাহর কাছে খুবই অসন্তোষজনক। (সূরা আছ ছফ)
এখন প্রশ্ন হল আল্লাহ নিজে বলছেন " যা করনা তা অন্যকে বলনা " তাহলে আল্লাহ কি তা করবেন?তিনি খারাপ কাজ কে নিষিদ্ধ করে তিনিই কি খারাপ কাজের আদেশ দেবেন বা সহযোগিতা করবেন? অবশ্যই না ৷ এর কোন সুযোগই নেই ৷
আল্লাহ সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি অসৎ কর্মে সহায়তা করেন না ৷
28] وَإِذا فَعَلوا فٰحِشَةً قالوا وَجَدنا عَلَيها ءاباءَنا وَاللَّهُ أَمَرَنا بِها ۗ قُل إِنَّ اللَّهَ لا يَأمُرُ بِالفَحشاءِ ۖ أَتَقولونَ عَلَى اللَّهِ ما لا تَعلَمونَ
[28] তারা যখন কোন মন্দ কাজ করে, তখন বলে আমরা বাপ-দাদাকে এমনি করতে দেখেছি এবং আল্লাহও আমাদেরকে এ নির্দেশই দিয়েছেন। আল্লাহ মন্দকাজের আদেশ দেন না। এমন কথা আল্লাহর প্রতি কেন আরোপ কর, যা তোমরা জান না।(সূরা আরাফ 28 )
প্রশ্ন আসে, তাহলে খারাপ কাজ কে করায়?
আল্লাহ বলেন
;
وَأَن لَّيْسَ لِلْإِنسَانِ إِلَّا مَا سَعَى (39
এবং মানুষ তাই পায়, যা সে করে, (সূরা আন নাজম)
এবং সূরা যুমার এ বলেন যে প্রত্যেকের নিজস্ব অপরাধের জন্য সকলে ক্ষতিগ্রস্থ হয় ৷
فَأَصَابَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَالَّذِينَ ظَلَمُوا مِنْ هَؤُلَاء سَيُصِيبُهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَمَا هُم بِمُعْجِزِينَ (51
তাদের দুস্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে, এদের মধ্যেও যারা পাপী, তাদেরকেও অতি সত্ত্বর তাদের দুস্কর্ম বিপদে ফেলবে। তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না। ( সূরা যুমার)
সূরা আত তুর এ সুস্পষ্টভাবে বলে দেন যে মানুষ তার সকল কাজের জন্য নিজেই দায়ী ৷
وَالَّذِينَ آمَنُوا وَاتَّبَعَتْهُم
যারা ঈমানদার এবং যাদের সন্তানরা ঈমানে তাদের অনুগামী, আমি তাদেরকে তাদের পিতৃপুরুষদের সাথে মিলিত করে দেব এবং তাদের আমল বিন্দুমাত্রও হ্রাস করব না। প্রত্যেক ব্যক্তি নিজ কৃত কর্মের জন্য দায়ী।(সূরা আত তুর21)
এসব আয়াত হতে আমরা বুঝি যে আল্লাহ ভাল কাজে সহযোগিতা করেন কিন্তু মন্দ কাজের নির্দেশ দেন না এবং সহযোগিতা ও করেন না ৷ মানুষ নিজের ইচ্ছায় ভাল ও মন্দ কাজ করে থাকে ৷ যারা ভাল কাজ করবে তার পরিপূর্ণ প্রতিফল পাবে এবং যারা মন্দ কাজ করে তারা পাবে জাক্কুম ফল ৷
তাহলে প্রশ্ন আসতে পারে যে কেন আল্লাহ তায়ালা খারাপ কাজ করার সুযোগ তৈরি করে দিলেন?
আল্লাহ কোরআনে 30 স্থানে "পরীক্ষা" শব্দটি ব্যাবহার করেছেন ৷ বারবার তিনি বলেছেন যে এই দুনিয়া পরীক্ষার হল ছাড়া আর কিছুই নয় ৷
যেমন সূরা আল মূলকে আল্লাহ বলেন
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ (2
যিনি সৃষ্টি করেছেন মরণ ও জীবন, যাতে তোমাদেরকে পরীক্ষা করেন-কে তোমাদের মধ্যে কর্মে শ্রেষ্ঠ? তিনি পরাক্রমশালী, ক্ষমাময়।
(সূরা আল মূলক)
আল্লাহ আমাদের জীবনদান করে দেখে নিচ্ছেন কে ভাল করে এবং কে মন্দ কাজ করে ৷
সে অনুযায়ীই আখেরাতে পুরুষ্কার এবং তিরস্কার করবেন ৷ তবে এই পরীক্ষা শুধু আমাদের জন্যই নয়, সকল যুগের, সকল মানুষের জন্য ৷
সূরা কাহফ এ আল্লাহ শুধু মন্দ কাজ নয়, ভাল কাজ কে করে তাও পরীক্ষা করে দেখার কথা ঘোষনা করেন ৷
إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا (7
আমি পৃথিবীস্থ সব কিছুকে পৃথিবীর জন্যে শোভা করেছি, যাতে লোকদের পরীক্ষা করি যে, তাদের মধ্যে কে ভাল কাজ করে।
( সূরা কাহফ)
মূলত পৃথিবীর সকল কিছুকে চমতকার ভাবে গঠন করে আল্লাহ তায়ালা ভাল কাজ করাকে অনেকটা challenge এর মধ্যে ফেলে দিয়েছেন ৷ যারা এই challenge এ জয়ী হবে চির শান্তির জান্নাতে তারাই স্থান পাবে অন্যকেউ নয় ৷ নানা রকমের মোহনীয়, মায়াবী রুপের মূর্ছনায় যারা হারিয়ে যাবে জাহান্নাম তাদেরকেই ডাকছে ৷
তাই, খারাপ কাজ করে আল্লাহ তায়ালাকে দায়ী করার কোন সুযোগ নেই!
20:00
Share:
0 komentar: