উত্তর দিয়েছেন
ভাই নয়ন চৌধুরী (Nayan Chowdhury)

মুহাম্মদ(সাঃ) এর জন্মের তিন বছর আগে তাঁর পিতার মৃত্যু হয়।তার পিতা আব্দুল মুত্তালিব।এজন্য
জবাবঃ
*******
কতটা নির্লজ্জ হলে মানুষ এতটা ভয়াবহ মিথ্যাচার করতে পারে আমার জানানাই। তবে সুস্থ মস্তিষ্কের কোন মানুষ এমন নির্লজ্জ মিথ্যাচার করতে পারেনা সেটা আমি নিশ্চিত।
নাস্তিক গ্রুপে একটি পোষ্টে চোখ আটকে গেল।সেখানে উল্লেখ করা হল রাসুল(সাঃ) আব্দুল মুত্তালিবের জারজ সন্তান(নাউজুবিল
তাদের দাবি রাসুল( সা) জন্মের ৩বছর আগে আব্দুল্লাহ মারা যান(নাউজুবিল্লা
বন্ধুগন,
রাসুল(সাঃ) এর পিতার নাম আব্দুল্লাহ।
বর্তমান সময়ের সবচেয়ে বিশ্বস্ত তথ্যসূত্র উইকি পিডিয়ার মতে--
আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব (ইংরেজি: Abdullah ibn Abdul-Muttalib;
খেয়াল করুন, আব্দুল্লাহর মৃত্যু হয় ৫৭০খ্রিস্টাব্দে
তাহলে পিতার মৃত্যুর ৩বছর পরে রাসুল(সাঃ) এর জন্ম এই কথাটা কি ভয়াবহ নির্লজ্জ মিথ্যাচার বলে প্রমাণিত হয়না?
তাছাড়া তৎকালিন সময়ে তাকে সবাই আব্দুল্লাহর পুত্র হিসেবে চিনত।বিভিন্ন চুক্তি ও চিঠিতে তাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে উল্লেখ করা হয়েছে।(স্ক্রিনশ
এরপরেও যারা এসব বলে মূলত তারাই জারজ,অন্য কেউ নয়।
তৎকালীন আরবীয় প্রথা অনুযায়ী রাসুল(সাঃ)কে শৈশবে হালিমা(রাঃ) এর কাছে দেয়া হয় লালন পালনের জন্য এটা সবাই জানে।(তথ্যসূত্র
৬বছরের কিছু কম বয়সে মা আমিনা হুজুরপাক(সাঃ) কে ফিরিয়ে নিয়ে আসেন প্রথা অনুযায়ী।
অথচ এখানে উল্লেখ করা হয়েছে ৮বছর বয়সে চাচা আবু তালিব ফিরিয়ে আনেন উট চড়ানোর জন্য যা একটি মিথ্যাচার ছাড়া আর কিছুইনা!
এই পোষ্টে উল্লেখ করা হয় কোরআনের আয়াত গুলো রাসুল(সাঃ) এর চাচাত ভাই জাফর(রাঃ) এর লিখা তিনি নিজে পেছনে থেকে রাসুল(সাঃ) কে দিয়ে প্রচার করেছেন।
আচ্ছা, পৃথিবীর ইতিহাসে এমন কোন লেখক আছে যিনি নিজের অসামান্য লিখনি অন্যকে দিয়ে দিয়েছেন?
সবাই বুঝে শুধু নাস্তিকরা বুঝেনা।
মিথ্যাচার এখানেই শেষনয়, বলাহয় জাফর(রাঃ) মদীনার গভর্নর নাজ্জাশিকে(নামট
অথচ নাজ্জাশি ছিল আবিসিনিয়ার শাসনকর্তা।
এবার আপনারাই বলুন যেসব নাস্তিক এসব লিখে তারা কি আসলে জেনে বুঝেই লিখে নাকি বিভিন্ন ইসলাম বিদ্বেষী ব্লগের লেখা গুলো দেখেই এমন নির্লজ্জ মিথ্যাচার করে?
আমি স্ক্রিনশট দিলাম আপনারা প্রকৃত ইতিহাস দেখেনিন আর তাদের মিথ্যাচারের প্রমাণও দেখেনিন।
উল্লেখ্য যে ঈমানদাররা নাস্তিক গ্রুপকে বর্জন করার কারনে তাদের গ্রুপে কোন পোষ্ট হয়না। তাই এডমিনরা নিজেরাই বিভিন্ন নামে আইডি খুলে এইসব অপপ্রচার মূলক পোষ্ট করেযাচ্ছে!
12:00
Share:
0 komentar: