
রাসূল সাঃ এর বাবার নাম আবদুল্লাহ ৷ এটা দেখে নাস্তিকরা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে ৷
তাদের এক কথা, " যেহেতু রাসূলের সাঃ বাবার নাম আবদুল্লাহ সেহেতু আল্লাহ নামটি ইসলাম প্রচারের পূর্ব থেকেই প্রচলিত ছিল এবং সেটি ছিল কাফেরদের এক দেবতার নাম "!!
চরম অবাক না হয়ে পারি না ৷
তারা শুধু রাসূলের সাঃ বাবার নাম দেখল?? অন্যদের নাম কেন দেখল না?
ইসলামের পূর্বেই মক্কা এবং মদীনার বিপুল সংখ্যক খ্রীষ্টান ও ইহুদীদের নামও আবদুল্লাহ ছিল, সেটা কি তারা জানে???
আবদুল্লাহ ইবনে উবাই, আবদুল্লাহ ইবনে সালাম, আবদুল্লাহ বিন জাররাহ, আবদুল্লাহ বিন আমর আবদুল্লাহ ইবনে মাওসোদ, আবদুল্লাহ ইবনে রাওয়াহা সহ অনেকের নাম আবদুল্লাহ ছিল!
পৌত্তলিকদের দেবতার নাম অনুসারে কি ইহুদী এবং খ্রীস্টানরা নাম রাখল???এটাও কি সম্ভব?
পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কখনও ঘটে যে এক ধর্মের দেবতার নামে ব্যাপকভাবে অন্য ধর্মের সন্তানদের নাম রাখা হয়??
তাহলে কেন ইহুদী এবং খ্রীস্টানরা কেন আবদুল্লাহ নাম রাখল???
আমরা যদি একটু পেছন দিকে ইতিহাসের পাতা উল্টাই তবে দেখব যে ইবরাহীম আঃ এক আল্লাহর ইবাদত করতেন ৷ তিনি তাঁর পুত্র ইসমাঈল আঃ কে মক্কায় রেখে আসেন ৷ তিনিও পরে নবী হন এবং এক আল্লাহর ইবাদত করতেন ৷ ইবরাহীম আঃ এবং ইসমাঈল আঃ মিলে কাবা ঘর নির্মান করেন এবং মক্কার লোকেরাও তাদের ধর্মে দীক্ষিত হন ৷
ফলে আল্লাহ নামটি মক্কা ও মদীনায় ব্যাপক পরিচিত লাভ করে ৷ কালক্রমে তারা মূর্তি পূজায় লিপ্ত হয়ে পরে কিন্তু আল্লাহর নামটি তখনও প্রচলিত ছিল ৷ তাই মক্কা ও মদীনার লোকেরা আবদুল্লাহ ( আল্লাহর বান্দা) নামটি রাখত ৷
সবচেয়ে মজার ব্যাপার হল এখনও আরবের অনেক খ্রীস্টানরা God নামটি ব্যাবহার না করে সৃষ্টিকর্তা হিসেবে "আল্লাহ " নামটি তাদের বাইবেলে ব্যাবহার করে ৷ এমনকি ইন্দোনেশিয়ার খ্রীস্টানরা ও তাদের বাইবেলে এখনও " আল্লাহ " নামটি তাদের সৃষ্টিকর্তার নাম হিসেবে ব্যাবহার করে ৷
অতএব, আমরা এটা বেশ দৃঢ়তার সাথে বলতে পারি যে আল্লাহর নামটি আরবে সৃষ্টিকর্তা হিসেবে ইবরাহীম আঃ এবং ইসমাঈল আঃ এর যুগ হতেই প্রচলিত ছিল, যার কারনে রাসূলের সাঃ বাবার নাম সহ অনেক ইহুদী এবং খ্রীষ্টানদের নাম আবদুল্লাহ রাখা হয় ৷
মূলত , যেসকল নাস্তিক রাসূলের সাঃ বাবার নাম দেখেই ইতিহাসের দিকে না তাকিয়ে লাফালাফি করছে, তারা হয় প্রকৃত ইতিহাস লুকাতে চায় অথবা তারা সত্য না জেনেই কথা বলা পছন্দ করে ৷
বিঃদ্রঃ ইবরাহীম আঃ ইসলাম ধর্মের মত ইহুদী এবং খ্রীষ্টান ধর্মের সম্মানিত নবী ৷
নাস্তিক দাদাগণ! নিচের লিঙ্কগুলো ঘুরে দেখে আইসেন। আরো কত আব্দুল্লাহ নামের অস্ত্বিত্ব আপনাদের অজানা ছিলো!!
Link- 1
Link- 2
Link- 3
Link- 4
Link- 5
16:00
Share:
0 komentar: